Kolkata Metro | ইডেনে আজ ম্যাচ শেষে বিশেষ ট্রেন চালাবে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ! কখন পাবেন এই মেট্রো?

Monday, April 21 2025, 1:22 pm
highlightKey Highlights

আজ, সোমবার কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটানস।


আজ, সোমবার কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটানস। আর এই ম্যাচের দর্শকদের জন্য রাতে বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করল মেট্রো কর্তৃপক্ষ। ম্যাচ শেষ হওয়ার পর রাত ১২টায় নিকটবর্তী এসপ্ল্যানেড স্টেশন থেকে আপ ও ডাউন লাইনে রাত ১২টায় বিশেষ দু'টি মেট্রো উত্তর ও দক্ষিণমুখে যাত্রা শুরু করবে। এছাড়া, হাওড়া ময়দান পর্যন্তও মেট্রো চালানো হবে। তবে এই পরিষেবা পাওয়ার জন্য প্রত্যেক যাত্রীকে টিকিটের মূল দামের সঙ্গে অতিরিক্ত ১০ টাকা করে খরচ করতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File