শহর কলকাতা

Kolkata Metro | কলকাতাবাসীর জন্য সুখবর! পার্পেল লাইনে মেট্রোর সংখ্যা বাড়ালো মেট্রো কর্তৃপক্ষ!

Kolkata Metro | কলকাতাবাসীর জন্য সুখবর! পার্পেল লাইনে মেট্রোর সংখ্যা বাড়ালো মেট্রো কর্তৃপক্ষ!
Key Highlights

আজ অর্থাৎ ১৩ মে থেকে জোকা নিউস মাঝেরহাট রুটে ৪০টির বদলে দৈনিক ৬২টি ট্রেন চলবে। ৩১টি আপ লাইনে ও ৩১টি ডাউনে মেট্রো চলবে।

কলকাতাবাসীর জন্য সুখবর দিলো কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আজ অর্থাৎ ১৩ মে থেকে জোকা থেকে মাঝেরহাট রুটে ৪০টির বদলে দৈনিক ৬২টি ট্রেন চলবে। ৩১টি আপ লাইনে ও ৩১টি ডাউনে মেট্রো চলবে। ২৪ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে বলে খবর। এছাড়াও এগিয়ে আনা হয়েছে  প্রথম মেট্রোর পরিষেবাও। সকাল ৮টা ২৭ মিনিটের বদলে এবার মেট্রো পাওয়া যাবে ৭টা ৫৭ মিনিট থেকে। মাঝেরহাট থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ৫৭ মিনিটে। জোকা থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। জোকা থেকে রাত ৮টায় এবং মাঝেরহাট থেকে রাত ৮টায় ছাড়বে শেষ মেট্রো।