শহর কলকাতা

Kolkata Metro | কার্নিভালের রাতে শহরে চলবে অতিরিক্ত মেট্রো, দেখে নিন সময়সূচি

Kolkata Metro | কার্নিভালের রাতে শহরে চলবে অতিরিক্ত মেট্রো, দেখে নিন সময়সূচি
Key Highlights

আগামী ০৫ অক্টোবর ২০২৫, রবিবার ব্লু লাইন ও গ্রিন লাইনে স্বাভাবিক পরিষেবা শেষে চলবে অতিরিক্ত ট্রেন।

রবিবার রাতে ব্লু লাইনে শহিদ খুদিরাম থেকে দক্ষিণেশ্বরের দিকে বিশেষ মেট্রো ছাড়বে রাত ১০টা বেজে ৩ মিনিটে, ১০ টা বেজে ২৩ মিনিটে ও ১০টা বেজে ৪৩ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের দিকে বিশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা বেজে ৫৩ মিনিট, ১০টা বেজে ১৩ মিনিট ও ১০টা বেজে ৩৩ মিনিটে। একইভাবে গ্রিন লাইনে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী মেট্রো ছাড়বে রাত ১০টা বেজে ২০ মিনিটে, ১০টা বেজে ৪০ মিনিটে ও ১১ টায়। অন্যদিকে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভি-গামী ট্রেনও ছাড়বে একই সময়ে।