Kolkata Metro | ব্যস্ত সময়ে মেট্রো লাইনে ঝাঁপ যুবকের, ব্লু লাইনের আপ-ডাউনে ব্যাহত মেট্রো পরিষেবা

শুক্রবার বিকেল ৫টার পর নেতাজি ভবন মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে জনৈক ব্যক্তি।
শুক্রের সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট। ব্লু লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা জনৈক ব্যক্তির। এদিন বিকেল ৫টা ১৭ নাগাদ ব্লু লাইনে আপ অর্থাৎ শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী একটি মেট্রো নেতাজি ভবন স্টেশনে ঢোকার সময় তার সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। কোনওক্রমে তাঁকে বাঁচানো হয়। এর জেরে বিঘ্নিত হয় মেট্রো পরিষেবা। বর্তমানে দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলছে। ময়দান থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ রয়েছে পরিষেবা।
