Lionel Messi | কলকাতায় আসছেন 'মেসি', "জার্সি নং 10"-কে দেখতে কত টাকা খসবে বঙ্গবাসীর?

Thursday, September 18 2025, 4:26 am
highlightKey Highlights

GOAT কনসার্ট ও কাপে অংশ নিতে আসছেন আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী এই ফুটবলার। প্রায় চার হাজার টাকা খরচ হবে মেসিকে দেখার জন্য।


GOAT কনসার্ট ও কাপে অংশ নিতে ভারতে আসছেন আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি। তাঁর আগেই তিনি পা রাখবেন কলকাতায়। বাংলার ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত মেসিকে ভারতে আনার ব্যবস্থা করেছেন। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে শতদ্রু দত্ত লেখেন, ‘কলকাতায় GOAT কনসার্টের টিকিটের দাম শুরু ৩৮৫০ টাকা থেকে। খুব শীঘ্রই টিকিট বিক্রি শুরু হবে। সম্ভবত এই মাসের শেষ সপ্তাহেই পাওয়া যাবে টিকিট। Zomato District অ্যাপ থেকে টিকিট কাটা যাবে।’ 'জার্সি নং 10' দেখতে হলে খসাতে হবে প্রায় ৪০০০ টাকা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File