ক্রমশই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, ৬ বছরের রেকর্ড ভাঙতে পারে এপ্রিলের গরম

Friday, April 2 2021, 9:14 am
highlightKey Highlights

এপ্রিল মাস পড়তে না পড়তেই চোখ রাঙাচ্ছে গ্রীষ্ম। ক্রমশই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। আবহাওয়াবিদদের আশঙ্কা গত ছয় বছরের রেকর্ড ভাঙতে পারে এপ্রিলের গরম। দেশের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী এপ্রিল থেকে জুনে সর্বোচ্চ তাপমাত্র থাকবে স্বাভাবিকের উপরে। তাপমাত্রা থাকবে স্বাভাবিকের অনেকটাই উপরে। বজায় থাকবে শুষ্কতা, ফলে বাড়বে অস্বস্তি। প্রসঙ্গত, গত ১০ বছর ধরে বাংলায় তাপপ্রবাহ শুরু হত মে মাস থেকে। কিন্তু এই বছর তাপপ্রবাহের প্রকোপ শুরু হয়েছে মার্চ থেকেই। প্রয়োজনীয় বৃষ্টির অভাবেই এত গরম পড়ছে বলে জানাচ্ছে আবহাওয়া বিভাগ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File