Kolkata Derby | আশঙ্কা সত্যি করে পিছিয়ে গেল কলকাতা লিগের ডার্বি! ইস্টবেঙ্গল-মোহনবাগান মুখোমুখি হচ্ছে কবে?
Thursday, July 17 2025, 6:03 pm

আগামী শনিবার মাঠে নামার কথা ছিল ইস্টবেঙ্গল-মোহনবাগানের। কিন্তু সেই ম্যাচ এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হল।
আগামী শনিবার কলকাতা ডার্বিতে মুখোমুখি হওয়ার কথা ছিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের। তবে বৃহস্পতিবার রাতে আইএফএর বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘নদিয়া জেলা পুলিশ কর্তৃপক্ষ ও আইএফএ পদাধাকারীদের বৈঠকের পর দুই তরফের সহমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসির ডার্বি ম্যাচ আগামী ১৯ জুলাইয়ের পরিবর্তে আগামী ২৬ জুলাই ২০২৫ কল্যাণী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।’ নিরাপত্তা বাড়ানো এবং টিকিট সংগ্রহের অসুবিধের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- Related topics -
- খেলাধুলা
- কলকাতা ডার্বি
- শহর কলকাতা
- ফুটবলার
- ফুটবল
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- ফুটবল প্রশিক্ষক
- ইস্টবেঙ্গল
- মোহনবাগান