রাজ্য

AQI | কালীপুজোর রাতে ফাটলো দেদার বাজি, কতটা দূষিত হলো বাতাসের স্বাস্থ্য?

AQI | কালীপুজোর রাতে ফাটলো দেদার বাজি, কতটা দূষিত হলো বাতাসের স্বাস্থ্য?
Key Highlights

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য বলছে, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকার বাতাসের AQI ছিল ২৩৯।

কালীপুজোর রাতে গোটা কলকাতার আকাশে মিশেছে বারুদ। নিয়ম ভেঙে ফেটেছে নিষিদ্ধ বাজি। এতে কতটা দূষিত হলো কলকাতার বাতাসের স্বাস্থ্য? কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য বলছে, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকার বাতাসের AQI ছিল ২৩৯। এছাড়া বালিগঞ্জ এলাকায় AQI ১৬৭(সহনীয়), বিধাননগরে ১৬৫ (সহনীয়), ফোর্ট উইলিয়ামে ১৪৩(সহনীয়), যাদবপুরে ২০০(সহনীয়)।অন্যদিকে, হাওড়ায় বেলুড় মঠ এবং পদ্মপুকুর সংলগ্ন এলাকায় বাতাসের মান ‘খারাপ’ হলেও অন্যান্য এলাকায় এই মান সহনীয়।