কালীপুজোর আগেই নিষিদ্ধ হল বাজির কেনাবেচা! কলকাতা হাইকোর্টের নির্দেশ জারি।
Thursday, November 5 2020, 3:31 pm
Key Highlights
করোনা পরিস্থিতির জন্যই শব্দদূষণের পাশাপাশি প্রশাসনের চিন্তা বাড়িয়েছে বায়ুদূষণও। কোভিডের সময়ে বায়ুদূষণের কারণে আক্রান্তের সংখ্যা প্রায় তিনগুণ বাড়তে পারে বলে সতর্ক করেছে বিশেষজ্ঞরা। মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকায় রাজ্যে দূষণমন্ত্রক, মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পৌঁছেছিল বিভিন্ন চিকিৎসক সংগঠনের কাছ থেকে। আর সেই সমাধান খুঁজতেই সমস্তরকম বাজির বিক্রি এবং কেনা আইনত বন্ধ করল রাজ্য। কালীপুজোর মরশুম এবার পালিত হোক বাজি ছাড়াই, নির্দেশ কলকাতা আদালতের। উড়িষ্যা, রাজস্থান, উত্তরপ্রদেশ, দিল্লির মতোই একই পথে হাঁটল রাজ্যও। কালীপুজোর আগেই নিষিদ্ধ হল সমস্ত রকম বাজির কেনাবেচা। তবে শুধু কালীপুজো বা দিওয়ালিই নয়, কার্তিক পুজো, জগদ্ধাত্রী পুজো, ছটপুজোতেও নিষিদ্ধ হয়েছে বাজির ব্যবহার।
- Related topics -
- রাজ্য
- kolkatahighcourt
- bans-firecrackers
- festival
- kalipuja2020
- westbengal