Fort William | বদলে গেলো ঐতিহাসিক ফোর্ট উইলিয়ামের নাম! ঔপনিবেশিক ছাপ মুছতেই এই সিদ্ধান্ত
Wednesday, February 5 2025, 2:23 pm

ঔপনিবেশিক ছাপ মুছে কলকাতার ঐতিহাসিক ফোর্ট উইলিয়ামের নাম বদলে রাখা হলো ‘বিজয় দুর্গ’।
১৬৯৬ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি করা ফোর্ট উইলিয়াম বর্তমানে ভারতীয় সেনার ইস্টার্ন কম্যান্ডের সদর দপ্তর। তবে এই দুর্গকে আর ডাকা যাবে না 'ফোর্ট উইলিয়াম' নামে। কারণ ঔপনিবেশিক ছাপ মুছে কলকাতার ঐতিহাসিক ফোর্ট উইলিয়ামের নাম বদলে রাখা হলো ‘বিজয় দুর্গ’। হিমাংশু তিওয়ারি জানিয়েছেন, ফোর্ট উইলিয়ামের ভিতরের দুটি গুরুত্বপূর্ণ অংশেরও নাম বদল করা হয়েছে। সাউথ গেটের নাম ছিল সেন্ট জর্জ গেট। সেটা বদলে করা হয়েছে শিবাজি গেট। কিচেনার হাউসের নাম বদলে করা হয়েছে ‘মানেকশ হাউস’।
- Related topics -
- শহর কলকাতা
- ইতিহাস
- ঐতিহাসিক
- অন্যান্য
পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File
পেয়ে যান দিনের সেরা খবরগুলো সরাসরি আপনার ইনবক্সে
আপনার ব্যক্তিগত তথ্য আমাদের সাথে সর্বদা সুরক্ষিত।