Kolkata Fire | দাউ দাউ করে জ্বলছে ইকো পার্কের কাছের বস্তি! ভরসন্ধ্যায় পুড়ে ছাই একাধিক ঝুপড়ি

বড় চত্বর জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন। প্রবল ধোঁয়ায় ঢেকে গিয়েছে বিস্তীর্ণ এলাকা।
ইকো পার্কের কাছে থাকা একটি বস্তিতে বিধ্বংসী অগ্নিকান্ড। সূত্রের খবর, শীতের রাতে নিউটাউনের ইকো পার্ক সংলগ্ন ঘুনি এলাকার একটি বস্তিতে হঠাৎ করেই আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে এলাকায়। ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। বস্তির ঝুপড়িগুলো দাউ দাউ করে জ্বলতে থাকে। স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০ থেকে ১২ টি ইঞ্জিন। জোরকদমে চলছে আগুন নেভানোর কাজ। ঘটনাস্থলে রয়েছে ইকো পার্ক থানার পুলিশ।
