অতিরিক্ত ভিড় এড়াতে নবমী-দশমীর ৭ জোড়া স্পেশাল নাইট ট্রেন বাতিল শিয়ালদা শাখায়
Friday, October 15 2021, 11:31 am

করোনা আবহে অতিরিক্ত ভিড় এড়াতে শুক্রবার থেকে শিয়ালদা শাখায় নবমী-দশমীর স্পেশাল নাইট ট্রেন বাতিল করা হল। গত বৃহস্পতিবার রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনা করে পূর্ব রেল কর্তৃপক্ষ স্পেশাল নাইট সার্ভিস ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেয়। এর আগে অষ্টমী, নবমী ও দশমী, এই তিনদিনের জন্য শিয়ালদা শাখার বনগাঁ, রানাঘাট, ডানকুনি, বারুইপুর ও বজবজ, এই পাঁচ ডিভিশনে ৭ জোড়া স্পেশাল নাইট সার্ভিস ট্রেন চালু করা হয়।
- Related topics -
- পরিবহন
- রেল পরিষেবা
- পূর্ব রেল
- স্পেশাল ট্রেন বাতিল
- করোনা পরিস্থিতি
পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File
পেয়ে যান দিনের সেরা খবরগুলো সরাসরি আপনার ইনবক্সে
আপনার ব্যক্তিগত তথ্য আমাদের সাথে সর্বদা সুরক্ষিত।