রাজ্য

ক্যারাটে শিবিরে বাগবাজারের গৃহহীন মেয়েরা, লক্ষ্য মনোবল চাঙ্গা করা

ক্যারাটে শিবিরে বাগবাজারের গৃহহীন মেয়েরা, লক্ষ্য মনোবল চাঙ্গা করা
Key Highlights

আগুনে সব পুড়ে যাওয়ার পর গৃহহীনদের কারো ঠাঁই হয়েছে মহিলা কলেজে, কারওবা এখনও রাস্তার অস্থায়ী আস্তানাই ভরসা। ওরা বাগবাজারের পুড়ে যাওয়া বস্তির মেয়েরা। বেশ ভালই বুঝতে পারছেন, জীবনটা আগের মতো করতে অনেক লম্বা লড়াই লড়তে হবে। সেই লড়াইয়ে মানসিক ভাবে শক্ত রাখতে এই মেয়েদের নিয়ে ক্যারাটে শিবির শুরু করল একটি সংস্থা । রবিবার শ্যামবাজারের দেশবন্ধু পার্কে ৫২ জন মেয়েকে নিয়ে শুরু হলো এই শিবিরের প্রথম প্রশিক্ষণ। 'জাপান ক্যারাটে ইন্ডিয়া' নামে একটি ক্যারাটে শিবির আয়োজক সংস্থা মেয়েদের বিনা খরচে মার্শাল-আর্টস প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম দিন থেকেই আত্মবিশ্বাসে ব্যাপক সাড়া দিয়েছেন মেয়েরা, এমনটাই দাবি ক্যারাটে শিক্ষকের ।