১৯ অক্টোবর আসানসোলের সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন বাবুল সুপ্রিয়

Monday, October 18 2021, 1:32 pm
highlightKey Highlights

কেন্দ্রীয় মন্ত্রীপদ হারিয়ে আর রাজনীতি করবেন না, এমনটাই ঘোষণা করেছিলেন বাবুল সুপ্রিয়। এমনকী তিনি বলেছিলেন, তাঁর নির্দিষ্টভাবে একটাই দল, একটা বিশ্বাসেই তাই তিনি বিশ্বাসী। যদিও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র এই ঘোষণা অবশ্য বেশিদিন স্থায়ী হয়নি। তিনি BJP ছেড়ে সরাসরি দলবদল করেছেন তৃণমূলে। একইসঙ্গে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন, BJP ছেড়ে তিনি ওই দলের সাংসদ পদ আঁকড়ে থাকবেন না। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে সাক্ষাতের সময় চেয়েছিলেন সাংসদ পদ থেকে ইস্তফা দেবার জন্য। অবশেষে সেই সময় এল আগামী মঙ্গলবার, ১৯ অক্টোবর, বাবুলকে সময় দিয়েছেন স্পিকার। ওই দিনই দিল্লি গিয়ে আসানসোলের সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন বাবুল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File