Fuel Price today । কলকাতা সহ সারা দেশে আজ কত দাম জ্বালানির? চলুন দেখা যাক

Friday, November 22 2024, 3:34 am
Fuel Price today । কলকাতা সহ সারা দেশে আজ কত দাম জ্বালানির? চলুন দেখা যাক
highlightKey Highlights

শুক্রবার বাংলার ৭ জেলায় বেড়েছে পেট্রোলের দর। আজ কলকাতায় পেট্রোলের দাম ১০৪.৯৫ টাকা প্রতি লিটার, ডিজেলের দাম ৯১.৭৬ টাকা প্রতি লিটার।


আজ, ২২ শে নভেম্বর শুক্রবার বাংলার ৭ জেলায় বেড়েছে পেট্রোলের দর। ১২ জেলায় সস্তা পেট্রোল। আজ কলকাতায় পেট্রোলের দাম ১০৪.৯৫ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৯১.৭৬ টাকা প্রতি লিটার। হাওড়ায় পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৫.০১ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৯১.৮১ টাকা। পেট্রোলের দর সস্তা দিল্লি, আগ্রা, বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশেও। আজ রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ৯৪.৭৭ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৮৭.৬২ টাকা প্রতি লিটার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File