রাজ্য

Alipore Zoo | আলিপুর চিড়িয়াখানায় আসছে চেন্নাইয়ের বিশালাকার 'সবুজ অ্যানাকোন্ডা'!

Alipore Zoo | আলিপুর চিড়িয়াখানায় আসছে চেন্নাইয়ের বিশালাকার 'সবুজ অ্যানাকোন্ডা'!
Key Highlights

আলিপুর চিড়িয়াখানায় আসতে চলেছে সবুজ অ্যানাকোন্ডা। আলিপুরের শাঁখামুটি সাপের বিনিময়ে এই বিশালাকার সাপ আসবে কলকাতায়।

এক বছর আগে অ্যানাকোন্ডার জন্যে ঘর তৈরী করেছিলেন চিড়িয়াখানা কতৃপক্ষ। প্রতীক্ষার অবসান। আলিপুর চিড়িয়াখানায় আসতে চলেছে সবুজ অ্যানাকোন্ডা। সূত্রের খবর, আগামী সপ্তাহে চেন্নাইয়ের মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্কের উদ্দেশ্যে রওনা দেবেন আলিপুর চিড়িয়াখানার বিশেষ টিম। সেখান থেকেই আলিপুরের শাঁখামুটি সাপের বিনিময়ে বিশালাকার সবুজ সাপ আসবে কলকাতায়। এই সবুজ অ্যানাকোন্ডার বাসস্থান দক্ষিণ আমেরিকার গহীন জঙ্গল। এর দৈর্ঘ্য এবং শক্তি অত্যন্ত বেশি হওয়ার কারণে একে নিয়ে সেদেশে নানারকম গল্প প্রচারিত রয়েছে।