Kolkata Airport | বিমনা যাত্রায় আরও সুবিধা! ফাস্ট ট্র্যাক ইমিগ্রেশন পরিষেবা চাল করলো কলকাতা বিমানবন্দর

Friday, January 17 2025, 6:21 pm
highlightKey Highlights

কলকাতা বিমানবন্দরে যাত্রীদের সুবিধার জন্য চালু হয়েছে 'ট্রাস্টেড ট্র্যাভেলার প্রোগ্রাম' এর অধীনে ফাস্ট ট্র্যাক ইমিগ্রেশন পরিষেবা।


কলকাতা বিমানবন্দরে যাত্রীদের সুবিধার জন্য চালু হয়েছে 'ট্রাস্টেড ট্র্যাভেলার প্রোগ্রাম' এর অধীনে ফাস্ট ট্র্যাক ইমিগ্রেশন পরিষেবা। এই পরিষেবার জন্য আন্তর্জাতিক বিমান যাত্রীরা কলকাতা বিমানবন্দর থেকে ওড়ার সময় দ্রুত অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। তবে এর জন্য কিছু নথি প্রয়োজন পড়বে। এছাড়াও ভারতীয় নাগরিক এবং 'ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া' কার্ডধারীরা আবেদন করতে পারবেন। পাসপোর্টের মেয়াদ বা পাঁচবছর সময়কাল পর্যন্ত 'ট্রাস্টেড ট্র্যাভেলার প্রোগ্রাম' এর সদস্য থাকতে পারবেন আবেদনকারী যাত্রীরা। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File