Kolkata Air Pollution | তাপমাত্রার পারদ নামছে, বাড়ছে দূষণের মাত্রা! বিপাকে কলকাতাবাসী

Saturday, December 6 2025, 6:06 am
highlightKey Highlights

শনিবার সকালে কলকাতা শহরের গড় AQI ২১৪। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের হিসেবে যা Severe বা অতি খারাপ ক্যাটিগরিতে পড়ে।


শনিবার সকালে কলকাতা শহরের তাপমাত্রা নেমেছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে। পাল্লা দিয়ে বাড়ছে দূষণের মাত্রা। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্ট অনুযায়ী শনিবার কলকাতা শহরের গড় AQI ২১৪ যা Severe বা অতি খারাপ ক্যাটিগরিতে পড়ে। রিপোর্ট বলছে, শহরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ভিক্টোরিয়ার( AQI ২৬০)। সকাল ১০টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ফোর্ট উইলিয়াম এলাকার AQI ২১৯, যাদবপুরের ২১১, বিধাননগরের ১৩৩, বালিগঞ্জের ১৬৪, রবীন্দ্র সরোবরের ১১১। বয়স্ক ব্যক্তি এবং শিশুদের সকালের দিকে রাস্তায় বেরোতে বারণ করছেন চিকিৎসকেরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File