Teacher Protest | ফের চাকরিহারাদের বিক্ষোভে উত্তাল কলকাতা! ধুন্ধুমার পরিস্থিতি হাজরা মোড়ে!

ডিআই অফিস থেকে পাঠানো নামের তালিকায় কেন তাদের নাম নেই?এই প্রশ্ন তুলে পথে নামেন চাকরিহারাদের একাংশ।
ফের চাকরিহারাদের বিক্ষোভে উত্তাল শহর কলকাতা। ডিআই অফিস থেকে পাঠানো নামের তালিকায় কেন তাদের নাম নেই?এই প্রশ্ন তুলে পথে নামেন চাকরিহারাদের একাংশ। সোমবার স্কুল সার্ভিস কমিশনের দফতর তথা আচার্য সদন থেকে চাকরিহারারা সোজা এগিয়ে যান হাজরা মোড়ে। সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতার বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করলে সেখানেই আটকে দেয় পুলিশ। এরপরই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় হাজরা মোড়ে। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন চাকরিহারারা। পুলিশ বাধা দিলে শুরু হয় ধস্তাধস্তি। অসুস্থ হয়ে পড়েন অনেকে।