Kolkata | চলছিল কুচকাওয়াজের মহড়া, রেড রোডের গার্ডরেলে ধাক্কা বেপরোয়া গাড়ির

Saturday, January 24 2026, 6:40 am
Kolkata | চলছিল কুচকাওয়াজের মহড়া, রেড রোডের গার্ডরেলে ধাক্কা বেপরোয়া গাড়ির
highlightKey Highlights

জানা গিয়েছে, গাড়িটি প্রচণ্ড গতিতে ছুটে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে রেড রোডে গার্ডরেলে গাড়িটি ধাক্কা মারে।


শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ রেড রোডে বড়সড় দুর্ঘটনা। এদিন সকালে প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে কুচকাওয়াজের মহড়া চলছিল। আচমকা একটি কালো রঙের স্কোডা অক্টাভিয়া গাড়ি বেপরোয়া ভাবে ছুটে এসে পুলিশের গার্ডরেলে ধাক্কা মারে। দুর্ঘটনার অভিঘাতে দুমড়ে মুচড়ে যায় গাড়িটির একাংশ। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। গাড়িটিতে সেই সময় চালক ছাড়াও আরও কয়েকজন যুবক যুবতীও ছিলেন। তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গাড়িটির ইনসিওরেন্স এবং পলিউশনের কাগজপত্র ঠিকঠাক ছিল না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File