Kolkata | সাতসকালে ডালহৌসির গুদামে আগুন! কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন

Thursday, November 6 2025, 6:50 am
highlightKey Highlights

ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।


বৃহস্পতিবার সকালে কলকাতায় ফের অগ্নিকাণ্ড। এদিন ডালহৌসিতে ২১ নম্বর আর এন মুখার্জি রোডে গাড়ির যন্ত্রাংশ তৈরি করার একটি কারখানায় আগুন লাগে। স্থানীয় সূত্রে খবর, সকাল সাড়ে দশটা নাগাদ ওই গোডাউনের পিছন থেকে ধোঁয়া বের হতে দেখে সামনের দোকানের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকলকে। প্রথমে দমকলের ২ টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরিস্থিতি সামলাতে আরও ৩টি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। তবে আগুনের তীব্রতা ক্রমশ বাড়ছে। ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। আশপাশের এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File