আড়ম্বরহীন পুজোয় নিজের হাতে ঘরের লক্ষ্মীকে সাজালেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য
Wednesday, October 20 2021, 5:16 pm
Key Highlightsমাত্র দু’মাস আগে শ্বশুরমশাইকে হারিয়েছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তাই কোনোরকম আড়ম্বর ছাড়াই এবারের পুজো একেবারে ঘরোয়া ভাবে সারবেন অভিনেত্রী। মঙ্গলবার থেকেই অবশ্য পুজোর কাজে ব্যস্ততা তুঙ্গে। প্রতি বছরের মতো নিজের হাতেই প্রতিমা কে সাজিয়েছেন তিনি। এ বছর নিজের সাজেও সংযত অপরাজিতা। আড়ি কাজের সাদা কোটা শাড়িতে জরি আর লাল সুতোয় বোনা ছোট্ট ছোট্ট ফুল। কাঁধ ছোঁয়া চুলে ক্লিপের শাসন। হাল্কা গয়না, বড় টিপ, চওড়া সিঁদুরে স্নিগ্ধ অভিনেত্রী।
- Related topics -
- সেলিব্রিটি
- কোজাগরী লক্ষ্মীপুজো
- অপরাজিতা আঢ্য
- টলিউড
- অভিনেত্রী

