Kojagari Laxmi Puja | বুধবার নাকি বৃহস্পতিবার! তিথি অনুযায়ী কবে করবেন কোজাগরী লক্ষ্মীপুজো?
Monday, October 14 2024, 11:38 am
Key Highlights
বাঙালি তৈরী হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজোর জন্য। এবার ১৬ এবং ১৭ অক্টোবর দুই দিনই লক্ষ্মী পুজো হবে।
শেষ দুর্গাপুজো, এবার বাঙালি তৈরী হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজোর জন্য। কিন্তু কবে পড়েছে কোজাগরী পূর্ণিমা তিথি? এবার ১৬ এবং ১৭ অক্টোবর দুই দিনই লক্ষ্মী পুজো হবে। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, বুধবার সন্ধে ৭.৪২ মিনিট ৩৭ সেকেন্ডে কোজাগরী পূর্ণিমা তিথি শুরু। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, বুধবার রাত ৮টা ৪১ মিনিটে কোজাগরী পূর্ণিমা তিথি শুরু এবং বৃহস্পতিবার বিকেল ৪টে ৫৬ মিনিটে পূর্ণিমা তিথি শেষ। কোজাগরী পূর্ণিমা পড়েছে ১৬ অক্টোবর রাত ৮.৪৫ মিনিটে,পূর্ণিমা ছাড়বে ১৭ অক্টোবর ৪.৫০ মিনিটে।
- Related topics -
- পুজো ও উৎসব
- অন্যান্য
- কোজাগরী লক্ষ্মীপুজো