মল্লিক বাড়ির প্রতিমার সামনে সপরিবারে লেন্সবন্দি হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

Thursday, October 21 2021, 3:54 am
মল্লিক বাড়ির প্রতিমার সামনে সপরিবারে লেন্সবন্দি হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক
highlightKey Highlights

এবার পুজোতে করোনার জেরে তেমন জাঁজমক করেনি মল্লিক পরিবার। পুজোর দিন কয়েক আগেই অর্থাৎ তৃতীয়ার দিন সাত পাকে বাঁধা পড়েছেন কোয়েল মল্লিকের খুড়তুতো ভাই দেবজয় মল্লিক। তাই পুজো শুরুর আগেই সাজো সাজো রব ছিল মল্লিক পরিবারে। অভিনেত্রী নিজে দাঁড়িয়ে ভাইয়ের বিয়ে দিয়েছেন। স্বামী নিসপাল সিং রানে ও ছেলে কবীরকে নিয়ে ঠাকুর দালানে বসে ক‍্যামেরাবন্দি হন কোয়েল। সঙ্গে দেখা মিলল রঞ্জিত মল্লিক, দীপা মল্লিক এবং অভিনেত্রীর শ্বশুর শাশুড়িরও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File