New Pope | পোপ ফ্রান্সিসের রোমান ক্যাথলিক জগতের পরবর্তী পোপ হবেন কে? কীভাবে হয় নতুন পোপ নির্বাচন?
Monday, April 21 2025, 6:32 pm

একজন পোপের মৃত্যুর পর নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া শুরু করে কলেজ অফ কার্ডিনালস।
পোপ ফ্রান্সিসের প্রয়াণের পর প্রথা অনুযায়ীই নির্বাচন করা হবে যোগ্য উত্তরাধিকারীকে। জানা যায়, একজন পোপের মৃত্যুর পর নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া শুরু করে কলেজ অফ কার্ডিনালস। যা ২৫২ জন ঊর্ধ্বতন ক্যাথলিক কর্মকর্তাকে নিয়ে গঠিত। নতুন পোপ বেছে নিতে একাধিক রাউন্ডে চলতে থাকে ভোটাভুটি পর্ব। নতুন পোপ নির্বাচিত না হওয়া পর্যন্ত চার্চের দায়িত্ব থাকে কার্ডিনালসের হাতে। আর যতক্ষণ না ঐক্যমত তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে বের হতে থাকে কালো ধোঁয়া। পোপ নির্বাচন হয়ে গেলে সেই কালো ধোঁয়া পেরিয়ে বের হয় সাদা ধোঁয়া।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইউরোপ
- প্রয়াত