Jagannath Temple । দু'টি কুঠুরিতে ঠাসা সোনা-হীরে-রূপো! জগন্নাথ মন্দিরের রত্নভান্ডারে কী কী রত্ন রয়েছে?
দীর্ঘ ৪৬ বছর পর গতকাল খোলা হল জগন্নাথ মন্দিরের রত্নভান্ডার। এবার উল্টোরথের দিন জানা গেল যাবতীয় রত্নের তথ্য।
দীর্ঘ ৪৬ বছর পর গতকাল খোলা হল জগন্নাথ মন্দিরের রত্নভান্ডার। এবার উল্টোরথের দিন জানা গেল যাবতীয় রত্নের তথ্য। জানা গিয়েছে, এর মধ্যে রয়েছে জগন্নাথদেবের গয়না তৈরির জন্য রাজা অনঙ্গভীমাদেবের দেওয়া দেড় হাজার কেজি সোনা। বাইরের কুঠুরিতে রয়েছে জগন্নাথদেবের সোনার মুকুট, ১২০ গ্রামের তিনটি নেকলেস বা হরিদাকান্তি মালি। রয়েছে জগন্নাথদেব এবং বলরামের সোনার বাহু এবং সোনার পা।ভিতরের কুঠুরিতে রয়েছে ১০০ গ্রাম ওজনের ৭৪টি সোনার গয়না। রয়েছে সোনা, হীরে, কোরাল, মুক্তর থালা।
- Related topics -
- অন্যান্য
- পুরী
- মন্দির
- জগন্নাথ মন্দির