KL Rahul | রাজকোটে রাজ করলেন কেএল রাহুল! ওয়ানডেতে অষ্টম সেঞ্চুরি করে ফেললেন টিম ইন্ডিয়ার ক্রাইসিস ম্যান

Wednesday, January 14 2026, 1:44 pm
KL Rahul | রাজকোটে রাজ করলেন কেএল রাহুল! ওয়ানডেতে অষ্টম সেঞ্চুরি করে ফেললেন টিম ইন্ডিয়ার ক্রাইসিস ম্যান
highlightKey Highlights

রাহুল ৫০ ওভারের ফর্ম্যাটে ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের সেঞ্চুরিও ছাড়িয়ে গেলেন।


নিউজিল্যান্ডের বিরুদ্ধে রাজকোটে ব্যাট উঁচিয়ে দুর্দান্ত লড়াই করলেন ‘ক্রাইসিস ম্যান’ কেএল রাহুল। এদিন নিরঞ্জন শাহ স্টেডিয়ামে ওয়ানডেতে তাঁর অষ্টম সেঞ্চুরি সেরে নিলেন তিনি। বুধবার খেলতে নেমে রোহিত শর্মা, বিরাট কোহলিরা ফিরলেন ২৪ কিংবা ২৩এ। মাঝ ম্যাচে খেলতে নেমে ৯২ বল, ১১টা চার ও ১টা ছয় মেরে সেঞ্চুরি পূর্ণ করলেন রাহুল। ৫০ ওভারের ফর্ম্যাটে ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের ৩৩৪ ম্যাচের ওয়ানডে কেরিয়ারে সাতটি সেঞ্চুরি করেছিলেন। রাহুল মাত্র ৯৩টি ওয়ানডে খেলেই সেই কৃতিত্ব ছুঁয়ে ফেললেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File