KKR vs RR | ভরদুপুরে নাইটদের সাথে খেলতে নামছে রাজস্থান, একনজরে দুদলের সম্ভাব্য দ্বাদশ

Sunday, May 4 2025, 3:32 am
KKR vs RR | ভরদুপুরে নাইটদের সাথে খেলতে নামছে রাজস্থান, একনজরে দুদলের সম্ভাব্য দ্বাদশ
highlightKey Highlights

আজ দুপুর ৩.৩০টায় কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস হাড্ডাহাড্ডি লড়াই। কে কে খেলছে আজ?


কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য দ্বাদশ: রহমানুল্লা গুরবাজ, সুনীল নারিন, অজিঙ্ক রাহানে, অংকৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রোভম্যান পাওয়েল/মইন আলি, রমনদীপ সিং/অনুকূল রায়, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা। রাজস্থান রয়্যালসের সম্ভাব্য দ্বাদশ: যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, নীতীশ রানা, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, শুভম দুবে, জোফ্রা আর্চার, মহেশ থিকসানা/ওয়ানিন্দু হাসারঙ্গা, ফজলহক ফারুকি/কোয়েনা মাপাখা, আকাশ মাধওয়াল, যুধবীর সিং/কুমার কার্তিকেয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File