খেলাধুলামহাষ্ঠমীর দিন হাড্ডাহাড্ডি ম্যাচে ধরাশায়ী দিল্লি, দীর্ঘ ৭ বছর পর কলকাতা আইপিএলের ফাইনালে
মহাষ্টমীতে দুরন্ত জয় হলো কলকাতার। দিল্লিকে প্লে-অফে হারিয়ে দীর্ঘ সাত বছর পর আইপিএলের ফাইনালে কলকাতা। আগামিকাল অর্থাৎ শুক্রবার, দশমীর দিনে মর্গ্যানের দল ফাইনাল খেলতে মাঠে নামবে। প্রতিপক্ষ হিসাবে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। এই চেন্নাইকে হারিয়েই ২০১২ সালে ফাইনালে প্রথম আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। জয়ের জন্য ১৩৬ রান দরকার ছিল। প্রথম উইকেটই ৯৬ রান উঠে গিয়েছিলো কিন্তু শেষের দিকে একে একে উইকেট হারিয়ে ম্যাচ কার্যত হারতে বসেছিল কেকেআর। শেষপর্যন্ত রাহুল ত্রিপাঠি শেষ ওভারের পঞ্চম বলে ছয় মেরে কলকাতাকে ফাইনালে তোলেন।