শহর কলকাতা

KIFF 2024 | আগামী মাস থেকেই শুরু কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব! তবে অংশ নেবে না বাংলাদেশ

KIFF 2024 | আগামী মাস থেকেই শুরু কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব! তবে অংশ নেবে না বাংলাদেশ
Key Highlights

কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হতে চলেছে আগামী ৪ ডিসেম্বর থেকে।

কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হতে চলেছে আগামী ৪ ডিসেম্বর থেকে। এবারের চলচ্চিত্র উৎসবের শুরু হবে তপন সিংহকে শ্রদ্ধা জানিয়ে, তাঁর ছবি 'গল্প হলেও সত্যি' দেখিয়ে। ২৪৫৯ টি ছবির মনোনয়ন জমা পড়েছে এবার প্রতিযোগিতা বিভাগে। যার মধ্যে রয়েছে ৩০টি শর্ট ফিল্ম এবং তথ্যচিত্র সহ ৪২টি পূর্ণ দৈর্ঘ্যের ফিচার ছবি। কলকাতার ২০ টি জায়গায় ১৭৫টি সিনেমাগুলো দেখানো হবে। তবে এবারের KIFF এ মোট ২৯ টি দেশ অংশ নিলেও অংশ নিতে দেওয়া হয়নি বাংলাদেশকে।