বিনোদন

Kiara Advani | ঘরে আসছে খুদে সদস্য, সেজন্যেই ‘ডন ৩’ ছাড়ছেন 'লেডি ডন' কিয়ারা ?

Kiara Advani | ঘরে আসছে খুদে সদস্য, সেজন্যেই ‘ডন ৩’ ছাড়ছেন 'লেডি ডন' কিয়ারা ?
Key Highlights

‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমাটি থেকে সরে দাঁড়াচ্ছেন অভিনেত্রী কিয়ারা আদবানি।

সদ্য নিজের মা হওয়ার খবর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিযাত্রী কিয়ারা আদবানি এবং অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। তারপরই বলিউড অন্দরে জোর গুঞ্জন ‘ডন ৩’ ছাড়ছেন কিয়ারা। ফারহান আখতারের ‘ডন ৩’ এর শুটিং শুরুর আগেই ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমাটি থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। কারণ হিসেবে প্রেগনেন্সি ব্রেকের কথাই ভাবছেন সকলে। অভিনেত্রী অবশ্য এখনই ব্রেক নিচ্ছেন না। বর্তমানে তিনি হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের সাথে ‘ওয়ার ২’ এর শুটিং করছেন।