Corridor | জুড়বে উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব! ২৩১ কিলোমিটার ৪ লেন হাইস্পিড করিডর তৈরি করবে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া

Sunday, August 4 2024, 5:27 am
highlightKey Highlights

খড়গপুর থেকে মুর্শিদাবাদ ২৩১ কিলোমিটার ৪ লেন হাইস্পিড করিডর তৈরি হতে চলেছে বলে জানা গিয়েছে।


খড়গপুর থেকে মুর্শিদাবাদ ২৩১ কিলোমিটার ৪ লেন হাইস্পিড করিডর তৈরি হতে চলেছে বলে জানা গিয়েছে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ১০ হাজার ২৪৭ কোটি টাকা খরচ করে এই কিড তৈরি করবে। এই করিডরটি বাংলার ৬ জেলার ওপর দিয়ে যাবে। খড়গপুর থেকে মুর্শিদাবাদ পর্যন্ত এই করিডর হলে তা খড়গপুর থেকে একেবারে শিলিগুড়ি পর্যন্ত নতুন রুট খুলে দেবে। ২০২৮ সালের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা স্থির করেছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File