Delhi CRPF School | দিল্লির স্কুলে বিস্ফোরণ ঘটনার নেপথ্যে খলিস্তান সংগঠন! দায় মেনে 'হুঁশিয়ারি' সোশ্যাল মাধ্যমে
Monday, October 21 2024, 7:57 am
Key Highlights
দিল্লিতে সিআরপিএফ স্কুলে বোমা বিস্ফোরণ, খলিস্তানি সংগঠন দায় স্বীকার করেছে।
রবিবার সকালে বিস্ফোরণে কেঁপে ওঠে দিল্লির সিআরপিএফ স্কুল। কেঁপে ওঠে দিল্লির রোহিণীর প্রশান্ত বিহার এলাকা। বিস্ফোরণে আশেপাশের বেশকিছু দোকান ও গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও, এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে জানা গিয়েছে, এই ঘটনার নেপথ্যে রয়েছে খলিস্তান সংগঠন! সোশাল মিডিয়া প্ল্যার্টফর্ম টেলিগ্রামে রবিবারের বিস্ফোরণের ঘটনার দায় নিল ‘জাস্টিস লিগ ইন্ডিয়া’ নামে এক খলিস্তানি সংগঠন। পাশাপাশি হুঁশিয়ারি দেওয়া হল ভারতীয় ‘এজেন্ট’দের। ইতিমধ্যে এই মামলায় খলিস্তান যোগ নিয়ে তদন্তে নেমেছে দিল্লি পুলিশ।