Khaleda Zia | গুরুতর অসুস্থ খালেদা জিয়া, লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাঁকে! বিনএনপি নেত্রীর সুস্থতা কামনা মোদীর

সোমবার রাতে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শারীরিক অবস্থার অবনতি ঘটেছে বিএনপি সুপ্রিমো খালেদা জিয়ার। আপাতত লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। সোমবার নিজের এক্স হ্যান্ডেলে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে প্রধানমন্ত্রী মোদী লিখলেন, ‘বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জেনে গভীরভাবে উদ্বিগ্ন বোধ করছি। দীর্ঘকাল ধরে বাংলাদেশের রাজনীতি এবং জনজীবনে তাঁর একটা বিরাট অবদান রয়েছে। আমি আশা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। আমি প্রতি মুহূর্তে তাঁর সুস্থতার কামনাই করি। পাশাপাশি, এটাও স্মরণ করিয়ে দিতে চাই, ভারত সকল প্রকার সহায়তার জন্য প্রস্তুত।’
