Kevin Pietersen | ঘরে ফেরা, খেলোয়াড় থেকে মেন্টর হয়ে দিল্লি ক্যাপিটালসে ফিরলেন কেভিন পিটারসেন
Thursday, February 27 2025, 2:44 pm
Key Highlights২০১২ থেকে ২০১৪ সাল অবধি আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের জার্সিতে খেলেছিলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার কেপি। এবার সেই দিল্লি শিবিরেই মেন্টর হয়ে ফিরলেন পিটারসেন।
সামনের মাসেই শুরু হচ্ছে ১৮তম আইপিএল। এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসে ফিরছেন কেভিন পিটারসেন। তবে খেলোয়াড় হয়ে নন, নিজের পুরোনো দলে তিনি এবার ফিরছেন দলের মেন্টর হয়ে। ২০০৯ থেকে ২০১৪ অবধি আইপিএলের কেরিয়ারে টানা ৪ বছর দিল্লি ক্যাপিটালসে খেলেছেন কেপি। হয়েছিলেন অধিনায়কও। পঁচিশের আইপিএলের আগে দলের প্রাক্তন অধিনায়কের হাতেই দলের খোলনলচে বদলে দেওয়ার ভার দিয়েছে দিল্লি। উল্লেখ্য, এ বছর দিল্লি ক্যাপিটালসের হেড কোচ করা হয়েছে হেমঙ্গ বাদানিকে। দিল্লির বোলিং কোচ হয়েছেন মুনাফ প্যাটেল।
- Related topics -
- খেলাধুলা
- আইপিএল ২০২৫
- আইপিএল
- আইপিএল
- আইপিএল ফাইনাল
- দিল্লী ক্যাপিটালস্
- ক্রিকেট
- ক্রিকেটার
- আইসিসি পুরুষ ক্রিকেট কমিটি
- দেশ

