Ahmedabad Plane Crash | দুর্ঘটনায় মৃত নার্সকে নিয়ে অপমানজনক পোস্ট! কেরলে বরখাস্ত হলেন রাজস্ব আধিকারিক
Saturday, June 14 2025, 2:35 am
Key Highlightsসোশাল মিডিয়ায় মৃত নার্সকে উদ্দেশ্য করে অপমানজনক মন্তব্যের জন্য বরখাস্ত করা হল কেরলের জুনিয়র রাজস্ব আধিকারিক এ পবিত্রনকে।
বৃহস্পতিবারের প্লেন দুর্ঘটনা কেড়েছে ৩১৫জনের প্রাণ। এই তালিকায় রয়েছেন কেরলের ৩৯ বছর বয়সি নার্স রঞ্জিতা জি নায়ারও। এদিনের দুর্ঘটনার পর শোকজ্ঞাপন করতে গিয়ে কেরলের জুনিয়র রাজস্ব আধিকারিক এ পবিত্রন সোশ্যাল মিডিয়ায় লেখেন,‘কেরলের একজন নায়ার মহিলা মৃত্যু হয়েছে। তিনি অন্য একজনের সুযোগ নষ্ট করে এই চাকরি পেয়েছেন। এখন হাসপাতাল থেকে ছুটি নিয়ে লন্ডন যাচ্ছিলেন। তাঁর মৃত্যুতে কিছুই অনুভব করছি না। তবে সকলের জন্য সমবেদনা।’ এহেন আপত্তিকর মন্তব্যের জেরে পবিত্রনকে বরখাস্ত করেছেন রাজস্বমন্ত্রী।
- Related topics -
- দেশ
- আহমেদাবাদ বিমান দুর্ঘটনা
- আমদাবাদ
- বিমান দুর্ঘটনা
- বিমান
- বিমান পরিষেবা
- এয়ার ইন্ডিয়া
- মৃতদেহ
- কেরল
- বরখাস্ত
- সরকারি কর্মচারী
- সোশ্যাল মিডিয়া

