East-West Metro | যাত্রী নিরাপত্তায় মেট্রো স্টেশনে বসানো হচ্ছে আয়না, এবার বসবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর দুই প্ল‌্যাটফর্মে

Thursday, April 3 2025, 5:45 am
highlightKey Highlights

নিরাপত্তার কথা মাথায় রেখেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর সব স্টেশনের দুই প্ল‌্যাটফর্মেই আয়না বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এবার যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে ইস্ট ওয়েস্ট মেট্রোতে বসছে ‘উত্তল’ আয়না। প্ল্যাটফর্মে চালকের কেবিনের সামনে এই আয়না বসবে। ট্রেন থামার পরে যাত্রীদের ওঠা নামা সম্পূর্ণ হল কিনা, দরজায় কিছু আটকে আছে কিনা তা দেখা যাবে এতে। আপ এবং ডাউন লাইনে দুদিকে দুটি আয়না থাকলে গার্ডের সাহায্য ছাড়াই চালক পুরো স্টেশনটি পর্যবেক্ষণ করে নিশ্চিত হতে পারবেন। দুর্ঘটনার আশঙ্কা কমবে এতে। সূত্রের খবর, এই কাজে ১৭ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File