বিনোদন

KBC | শেষ হলো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৬’, শেষদিনের শুটিংয়ে আবেগপ্রবণ বিগ বি

KBC | শেষ হলো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৬’, শেষদিনের শুটিংয়ে আবেগপ্রবণ বিগ বি
Key Highlights

‘কেবিসি’ সিজন ১৬ এর শেষ দিনের শুটিংয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অমিতাভ।

কিছুদিন আগেই বিগ বি ভক্তদের উদ্দেশে টুইট করে জানিয়েছিলেন ‘এখন চলে যাওয়ার সময় এসেছে।’ প্রসঙ্গত, একটি ভিডিয়ো শেয়ার করে নির্মাতারা ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৬’ সিজন শেষ হওয়ার কথা জানিয়েছিলেন। শেষ দিনের শুটিংয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন সিনিয়র বচ্চন। ভিডিওতে অমিতাভ বচ্চন বলেন, ‘যদি আমাদের প্রচেষ্টা কারও জীবনে সামান্য স্পর্শ করে। অথবা এখানে বলা কথাগুলো যদি কোনও ভাবে আশার সঞ্চার করে, তা হলে আমি আমাদের ২৫ বছরের জার্নি সত্যিই সফল বলে মনে করব।’