Nepal | বিপাকে নেপালের প্রাক্তন রাজা, রাজা জ্ঞানেন্দ্র শাহকে লক্ষ টাকা জরিমানা কাঠমান্ডু পুরসভার
Sunday, March 30 2025, 4:29 am

নেপালের প্রাক্তন রাজাকে বিপুল অঙ্কের জরিমানা করেছে কাঠমান্ডু পুরসভা। সেখানে ক্ষয়ক্ষতি এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় ৭ লক্ষ ৯৩ হাজার টাকা ( নেপালী মুদ্রায়) জরিমানা করা হয়েছে।
শুক্রবার থেকে নেপালকে আবার হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করার দাবিতে উত্তাল কাঠমান্ডু। নেপালে রাজতন্ত্র ফেরানোর দাবিতে নেপালের রাস্তায় বিক্ষোভে নেমেছে প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্রর অনুগামীরা। এর জেরে নেপালে বিপুল সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। আর সেই ক্ষতির দায়ই জ্ঞানেন্দ্রর ওপর চাপিয়েছে কাঠমান্ডু পুরসভা। নেপালী মুদ্রায় ৭ লক্ষ ৯৩ হাজার টাকা জরিমানা দিতে হবে তাকে। উল্লেখ্য, বিক্ষোভের সময় জ্ঞানেন্দ্রর অনুগামীরা সরকারি বেসরকারি বাসভবন, গাড়ি, টেলিভিশন অফিস ইত্যাদি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ।
- Related topics -
- নেপাল
- নেপাল পার্লামেন্ট
- পরবর্তী রাজা
- বিক্ষোভ
- কাঠমান্ডু
- জরিমানা