শহর কলকাতা

Kasba Rape Case | গ্রেফতারির আগে কার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মনোজিৎ ও জইব? কসবা-কাণ্ডে প্রকাশ নতুন তথ্য!

Kasba Rape Case | গ্রেফতারির আগে কার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মনোজিৎ ও জইব? কসবা-কাণ্ডে প্রকাশ নতুন তথ্য!
Key Highlights

গ্রেফতারের আগে একসঙ্গে ছিলেন মূল অভিযুক্ত মনোজিৎ এবং তার সঙ্গী জাইব আহমেদ।

কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে তরুণীকে গণধর্ষণের ঘটনার তদন্ত করতে তৈরী হয়েছে কলকাতা পুলিশের ৯ সদস্যের বিশেষ দল। সেই সূত্রে জানা গিয়েছে, গ্রেফতারের আগে একসঙ্গে ছিলেন মূল অভিযুক্ত মনোজিৎ এবং তার সঙ্গী জাইব আহমেদ। গত ২৬ জুন গ্রেফতারির সন্ধ্যায় ফার্ণ রোডে কোনও একজনের সাথে দেখা করতে গিয়েছিলেন মনোজিৎ ও জইব। সূত্রের খবর, তিন অভিযুক্তকে একসাথে বসিয়ে বেশ কিছু বিষয় নিয়ে জেরা করতে চাইছেন তদন্তকারীরা। এছাড়াও জানা গিয়েছে, ঘটনার পরের দিন সকালে কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়কে ফোন করেছিল মূল অভিযুক্ত।