Kasba Law College | কসবার আইন কলেজে তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল তৃণমূল নেতার!

Friday, June 27 2025, 8:47 am
highlightKey Highlights

কলকাতার কসবায় আইন কলেজের মধ্যে কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। গোটা ঘটনায় নাম জড়িয়েছে কলেজেরই দুই কর্মী ও প্রাক্তন পড়ুয়ার।


কলকাতার কসবায় আইন কলেজের মধ্যে কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। গোটা ঘটনায় নাম জড়িয়েছে কলেজেরই দুই কর্মী ও প্রাক্তন পড়ুয়ার। ইতিমধ্যে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে যিনি প্রাক্তন পড়ুয়া তিনি কলেজেরই ছাত্র পরিষদের নেতা। বর্তমানে সে একজন অস্থায়ী কর্মী। এমনকি, কলেজের ছাত্র পরিষদের রাশও তার হাতে। কলেজের ‘রাজনৈতিক মহলে’ আলাদাই গাম্ভীর্য রয়েছে ওই তৃণমূল নেতার। সূত্রের খবর, নির্যাতিতার অভিযোগ, ছাত্র পরিষদের জিএস পদ দেওয়া টোপ দিয়েই ওই ছাত্রীকে কলেজে ডেকে এনেছিলেন অভিযুক্তরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File