শহর কলকাতা

Kasba Law College | CCTVতে ধরা পড়েছে গণধর্ষণের আগের মুহূর্ত! কসবার কলেজ থেকে উদ্ধার নমুনা-হকি স্টিক!

Kasba Law College | CCTVতে ধরা পড়েছে গণধর্ষণের আগের মুহূর্ত! কসবার কলেজ থেকে উদ্ধার নমুনা-হকি স্টিক!
Key Highlights

কসবার কলেজে তরুণীকে গণধর্ষণের ঘটনাটি তদন্ত করতে নেমে কলেজ থেকে নমুনা সংগ্রহ করল ফরেন্সিক টিম।

কসবার কলেজে তরুণীকে গণধর্ষণের ঘটনাটি তদন্ত করতে নেমে কলেজ থেকে নমুনা সংগ্রহ করল ফরেন্সিক টিম। জানা গিয়েছে, তল্লাশি চালিয়ে একটি ঘর থেকে হকিস্টিক বাজেয়াপ্ত করেছে তদন্তকারীরা। এছাড়া কমন রুমে মিলেছে রক্তের দাগ। এছাড়াও কলেজের CCTVর হার্ডডিস্কও বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। সাউথ ক্যালকাটা ল কলেজে অন্তত ৫ থেকে ৬টি CCTV রয়েছে, যেগুলি থেকে গুরুত্বপূর্ণ ফুটেজ পাওয়া যাবে বলে অনুমান তদন্তকারীদের। ইতিমধ্যে খবর, CCTVতে দেখা গিয়েছে অভিযুক্ত অভিযোগকারিণীকে ধরে নিয়ে যাচ্ছে, জোর করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে।