রাজ্য

Kasba | চাকরিহারা স্কুল শিক্ষকদের ওপর লাঠিচার্জ পুলিশের! অসুস্থ হয়ে পড়লেন এক স্কুল শিক্ষক! বিক্ষোভে উত্তাল কসবার DI অফিস!

Kasba | চাকরিহারা স্কুল শিক্ষকদের ওপর লাঠিচার্জ পুলিশের! অসুস্থ হয়ে পড়লেন এক স্কুল শিক্ষক! বিক্ষোভে উত্তাল কসবার DI অফিস!
Key Highlights

রাজ্য জুড়ে জেলায় জেলায় বিক্ষোভে নেমেছেন চাকরিহারা স্কুল শিক্ষকরা। তাদের এই বিক্ষোভে তুমুল উত্তেজনা কসবার ডিআই অফিসে।

রাজ্য জুড়ে জেলায় জেলায় বিক্ষোভে নেমেছেন চাকরিহারা স্কুল শিক্ষকরা। তাদের এই বিক্ষোভে তুমুল উত্তেজনা কসবার ডিআই অফিসে। সূত্রের খবর, এদিন পুলিশের বাধা উপেক্ষা করে প্রথমে গেট টপকে এবং তার পর গেটের তালা ভেঙে কসবার ডিআই অফিসের ভিতরে ঢুকে পড়লেন বিক্ষোভকারীরা। এরপর ডিআই অফিসের ভিতরেই অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরিহারা শিক্ষকরা। এরপর ভিড় এবং ধাক্কাধাক্কির মধ্যে এক স্কুল শিক্ষক অসুস্থ হয়ে পড়েন বলে খবর। এরপর পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ বিক্ষোভকারী শিক্ষকদের উপরে লাঠিচার্জ করে বলে অভিযোগ।