Kasba Case | কসবা কাণ্ডে নয়া মোড়, অত্যাচারের বর্ণনায় সিলমোহর নিরাপত্তা রক্ষীর!

Thursday, July 3 2025, 4:21 pm
highlightKey Highlights

কসবা গণধর্ষণ কাণ্ডে আগেই গ্রেফতার করা হয়েছে নিরাপত্তা রক্ষীকে। এবার নির্যাতিতার বয়ানের সঙ্গে মিলে গিয়েছে ধৃত নিরাপত্তা রক্ষীর বয়ানও।


কসবা গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতার বয়ানের সঙ্গে মিলে গেলো ধৃত নিরাপত্তা রক্ষীর বয়ান। এই কেসে নিরাপত্তা রক্ষীর ঘরই ছিল ধর্ষণকাণ্ডের ঘটনাস্থল। পুলিশি জেরায় নিরাপত্তা রক্ষী জানালেন, সেদিন ঘটনার পর সকলে বেরিয়ে গেলে একবার মাত্র ওই ঘরে ঢুকেছিলেন তিনি। তারপর সারা রাত আর ওই ঘরে ঢোকেননি তিনি। পুলিশের কাছে ঘরের বিবরণ, বিছানার বিবরণ দিয়েছিলেন নির্যাতিতা। তা মিলে যাচ্ছে নিরাপত্তা রক্ষীর অগোছালো বিছানার বয়ানের সঙ্গে। ফরেনসিক বিশ্লেষণের জন্যে ঘরের চাদরে থাকা দাগ ও ইত্যাদি ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File