খেলাধুলা

Karun Nair | প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরির পর সেঞ্চুরি! দুর্দান্ত কামব্যাক করুন নায়ারের, টেস্টে কিছুটা স্বস্তি BCCI-এর

Karun Nair | প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরির পর সেঞ্চুরি! দুর্দান্ত কামব্যাক করুন নায়ারের, টেস্টে কিছুটা স্বস্তি BCCI-এর
Key Highlights

ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ঝকঝকে ডবল সেঞ্চুরিতে কামব্যাকের বার্তা দিয়ে রাখলেন করুণ। সেই সঙ্গে যেন তিন নম্বর জায়গাটা নিজের জন্য পাকা করে ফেললেন।

রোহিত এবং বিরাটের অবসরের পর তাঁদের জায়গা কে নেবে তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার নিজের জায়গা নিজেই পাকা করলেন ক্রিকেটার করুন নায়ার। ইংল্যান্ড সিরিজের আগে বেসরকারি প্রস্তুতি ম্যাচ খেলছে ভারতীয় A দল। টেস্টের প্রথম দিনে ১৮৬ রানে অপরাজিত ছিলেন করুণ। ভারতের A দলের রান ছিল ৩ উইকেট হারিয়ে ৪০৯। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দ্বিতীয় দিনেই ডবল সেঞ্চুরি করে ফেললেন করুন। ২৬টি চার মেরে ২৮১ বলে ২০৪ রানে আউট হলেন তিনি। এই পারফরম্যান্সের পর ইংল্যান্ড সিরিজে ওপেনারের ঠিক পরের স্থানটি দাবি করতেই পারেন তিনি।