নতুন বছর উদযাপনে দুইভাইকে নিয়ে নৈশভোজের আয়োজন করলেন করিনা-সইফ।
Friday, January 1 2021, 6:10 am
Key Highlightsনতুন বছর শুরুর আগে ২ ভাইয়ের জন্য নৈশভোজের আয়োজন করলেন করিনা কাপুর খান এবং সইফ আলি খান। করিনা কাপুর খানদের সেই নৈশভোজের কয়েক ঝলক প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। প্রসঙ্গত আদর জৈনের সঙ্গে সম্পর্কে জড়ান বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া। তারার জন্মদিনের আগে বান্ধবীকে নিয়ে মালদ্বীপেও বেড়াতে যান আদর। এবার আদর জৈন এবং আরমান জৈনের সঙ্গে যেমন দেখা যায় আনীশা মালহোত্রাকে, তেমনি সেখানে হাজির হন তারা সুতারিয়াও। জানা যাচ্ছে, ২০২১ সালে আদর জৈনের সঙ্গে সললবাঁধতে পারেন তারা সুতারিয়া। তবে সম্প্রতি ক্রিসমাস উপলক্ষ্যে কাপুরদের তরফে যে প্রতি বছরের মতো ভোজের আয়োজন করা হয়, সেখানে পরিবারের প্রত্যেকের সঙ্গে দেখা যায় তারাকেও ।