দ্বিতীয়বার মাতৃত্বকালীন অবস্থায় কি বললেন বেবো বেগম সাহেবা ?
Thursday, December 17 2020, 10:35 am
Key Highlightsনবাব সাইফ আলী খান এবং বেগম কারিনা কাপুর খানের প্রথম সন্তান তৈমুর আলী খান-এর আগামী ২০ শে ডিসেম্বর জন্মদিন। এবার সেইদিনটি ঘরোয়াভাবেই উজ্জাপন হওয়ার ইঙ্গিত দিয়েছেন করিনা। এরই মধ্যে দ্বিতীয়বার মা হতে চলেছেন বেবো বেগম। তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে, অন্তঃসত্ত্বা থাককালীন অর্থাৎ গর্ভে সন্তান বেড়ে ওঠার সময় হবু মা যত বেশি কাজ করবেন ও নিজেকে যত সক্রিয় রাখবেন তাঁর সন্তান তত বেশি সুস্থ থাকবে। তাই তিনি তাঁর প্রথমবারও অনেক কাজ করেছিলেন এবং এইবারেও তার অন্যথা হয়নি।
- Related topics -
- সেলিব্রিটি
- কারিনা কাপুর খান
- ভারতীয়

