দীপাবলির আগেই উৎসবের আমেজে মেতে উঠল বলিউড, করণ জোহরের পার্টিতে হাজির করিনা, মালাইকাসহ আরো তারকারা।
Wednesday, November 11 2020, 3:28 pm
Key Highlightsসম্প্রতি করণ জোহরের বাড়িতে প্রাক দীপাবলি পার্টির আয়োজন করা হয়। সেখানে হাজির হন করণ জোহরের ঘনিষ্ঠরা। করিনা থেকে মালাইকা কিংবা মণীশ মালহোত্রা, প্রত্যেকে পরিচালকের বাড়ির পার্টিতে হাজির হন। মুখে মাস্ক এঁটে করণের বাড়ির পার্টিতে হাজির হওয়ার পর ক্যামেরাবন্দি হন একের পর এক সেলেব। করণের বাড়িতে সঞ্জয় কাপুরের স্ত্রী মাহিপ কাপুরের সঙ্গে দেখা যায় মণীশ মালহোত্রাকেও । কোভিড ১৯-পরিস্থিতিতে এবার দীপাবলি উপলক্ষ্যে সেলেবদের জৌলুস তেমনভাবে চোখে না পড়লেও, ছোটখাট হাউস পার্টিতে দেখা যাচ্ছে তাঁদের।
- Related topics -
- সেলিব্রিটি
- বলিউড
- করণ জোহর
- কারিনা কাপুর খান
- মালাইকা অরোরা
- মণীশ মালহোত্রা
- দীপাবলি হাউস পার্টি

