কেন বন্ধ হয়েছিল ‘দ্য কপিল শর্মা শো’? এবিষয়ে প্রকাশ্যে মুখ খুললেন কপিল শর্মা
Monday, October 18 2021, 10:48 am
 Key Highlights
Key Highlightsজনপ্রিয় রিয়্যালিটি অনুষ্ঠান 'দ্য কপিল শর্মা শো’ আচমকাই বন্ধ হয়ে যাওয়া নিয়ে এতদিন বিস্তর গুজব রটেছিল। অনুরাগীরা এই অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পিছনে কারণ খুঁজছিলেন। অবশেষে অনুষ্ঠান শেষ হওয়ার প্রকৃত কারণ নিয়ে মুখ খুললেন স্বয়ং কপিল শর্মা। তিনি জানালেন, পিঠে চোট পাওয়ার কারণে তাঁকে বন্ধ করে দিতে হয় অনুষ্ঠান। এবিষয়ে তিনি আরও বললেন, “এই ব্যথার কারণে আমার আচরণে পরিবর্তন এসেছিল। এ রকম হলে বিছানা ছেড়েও উঠতে ইচ্ছে করে না। তখনই মানুষজন ওজন বেড়ে যাওয়ার কথা বলতে শুরু করেন।”
-  Related topics - 
- বিনোদন
- বলিউড
- দ্য কপিল শর্মা শো
- কপিল শর্মা

 
 