Kapil Sharma | কপিল শর্মার ক্যাফেতে চললো পর পর ৯ রাউন্ড গুলি! হামলার পরই দায় শিকার খলিস্তানি জঙ্গির!

Thursday, July 10 2025, 3:21 pm
Kapil Sharma | কপিল শর্মার ক্যাফেতে চললো পর পর ৯ রাউন্ড গুলি! হামলার পরই দায় শিকার খলিস্তানি জঙ্গির!
highlightKey Highlights

কানাডার ব্রিটিশ কলোম্বিয়ার সারেতে অবস্থিত এই ক্যাফে লক্ষ্য করে ৯ রাউন্ড গুলি চালানো হয়েছে।


দেশের তাবড় কমেডিয়ান কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি জঙ্গিদের হামলা! কিছুদিন আগেই কানাডায় ক্যাফের উদ্বোধন করেন কপিল। জানা গিয়েছে, কানাডার ব্রিটিশ কলোম্বিয়ার সারেতে অবস্থিত এই ক্যাফে লক্ষ্য করে ৯ রাউন্ড গুলি চালানো হয়েছে। গুলি চালনার ঘটনার পরপরই তার দায় স্বীকার করে খলিস্তানি জঙ্গি হরজিৎ সিং লাড্ডি। যদিও তাতে কোনও হতাহতের খবর মেলেনি। তবে ঘটনায় অভিযুক্ত হরজিৎ লাড্ডি এনআইএর লিস্টে অন্যতম মোস্ট ওয়ান্টেড খলিস্তানি জঙ্গি। তার সঙ্গে যোগ রয়েছে খলিস্তান সমর্থনকারী বব্বর খালসা সংগঠনের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File